/anm-bengali/media/media_files/2025/04/26/GrQnA28o98bS69IQXk3w.jpg)
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে মোরাম খাদানের জলাশয় থেকে উদ্ধার হল দুই ছাত্রের মৃতদেহ। প্রায় ৪৫ ঘণ্টা পর আজ শনিবার দুপুরে দেহ দুটি উদ্ধার করে চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।
/anm-bengali/media/media_files/2025/04/26/1000194439-592623.jpg)
ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকাল থানার অন্তর্গত কেশিয়াশোল এলাকায়। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে খড়গপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের চার বন্ধু মিলে প্রচণ্ড গরমের মধ্যে অবৈধ মোরাম খাদানের জলাশয়ে স্নান করতে নামে। স্নানের সময় হঠাৎ করে বিপত্তি ঘটে। আকাশ সিং চৌহান এবং সঞ্জীব রাও নামে দুই ছাত্র জলে ডুবে যায়।
তাদের সঙ্গী দুই বন্ধু দ্রুত বাড়িতে খবর দেয়। ঘটনার খবর পেয়ে সিভিল ডিফেন্সের কর্মী ও ডুবুরিরা উদ্ধার কাজে নামে। টানা প্রায় ৪৫ ঘণ্টা চেষ্টার পর অবশেষে আজ দুপুরে জলাশয় থেকে দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহ দুটি খড়গপুর মহাকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us