১৮ জন শ্রমিকের দেহ ফিরল মালদায়, চারিদিকে কান্না, হাহাকার

মিজোরামে রেল সেতু বিপর্যয়ে প্রাণ গিয়েছে বাংলার বহু শ্রমিকের। যে বাঙালি শ্রমিকদের প্রাণ গিয়েছে তাঁদের মধ্যে সকলেই মালদার বাসিন্দা ছিলেন। এদিকে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে মালদা হাজির হন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)।

author-image
SWETA MITRA
New Update
mizo.jpg

নিজস্ব সংবাদদাতাঃ গত বুধবার মিজোরামের (Mizoram) আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় একটি নির্মাণাধীন রেলসেতুর গ্যান্ট্রি ধসে বহু শ্রমিকের মৃত্যু হয়। এহেন মর্মান্তিক দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ১৮ জন শ্রমিকসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়।

impact

 মৃত ১৮ জন শ্রমিকের মধ্যে সকলেই মালদার (Malda) বাসিন্দা ছিলেন। এমনকি একই গ্রামের কয়েকজন শ্রমিক ছিলেন বলে খবর। এদিকে আজ শনিবার ১৮ জনের দেহ মালদায় ফিরেছে। মৃতদেহ পেয়েই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনেরা।