Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: আবহাওয়ার সতর্কতা ছিল, যে আগামী দু’দিন সমুদ্রে না যাওয়ায় ভালো। কেননা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আর সেই জন্যেই জারি ছিল নিষেধাজ্ঞা। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু মৎস্যজীবী গিয়েছিলেন সমুদ্রে মাছ ধরতে। আর তাতেই ঘটে গেল বিপত্তি।
পূর্ব মেদিনীপুরের সৌলায় হল নৌকাডুবি। প্রবল জলের ধাক্কাতেই উলটে যায় নৌকাটি। নৌকটিতে ছিলেন ৬ জন মৎস্যজীবী। তারা প্রত্যেকেই নিখোঁজ বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us