New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বালিচকে এক বেসরকারি গেস্ট হাউসের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম সন্ধিপ মাইতি, বাড়ি কলকাতার বেলেঘাটায়।
/anm-bengali/media/media_files/yTcOvI0VVZxXzvAxvxhC.jpg)
জানা গেছে, তিনি গতকাল ওই গেস্ট হাউসে ভাড়া নিয়ে উঠেছিলেন। শনিবার দুপুরে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা থানার পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে আসল কারণ জানতে মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে চরম উত্তেজনা। তদন্তে নেমেছে ডেবরা থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us