New Update
/anm-bengali/media/media_files/J5bUUIcXcDSILvjDc5BF.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে সরগরম গোটা রাজ্য। ভোট আবহে ফের উত্তপ্ত হয় ময়না। ময়নার বাকচার ইজমালিচক এলাকায় উত্তেজনা ছড়ায়। ভোটের মধ্যে গতকাল রাতে তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়। এই ঘটনায় অনন্ত বিজলি নামে তৃণমূলের এক কর্মী গুরুতর আহত হয়েছে।
/anm-bengali/media/media_files/Rh6NxnnPJexNMNyHtRH0.jpg)
জানা গিয়েছে, তাকে লোহার রড, বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের। রক্তাক্ত অবস্থায় তাকে ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। গুরুতর অবস্থা থাকার কারণে তাকে সেখান থেকে রেফার করা হয় তমলুক জেলা হাসপাতালে। এই নিয়ে স্থানীয় এলাকা জুড়ে চাঞ্চল্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us