রক্তের সম্পর্কই হল খুনের কারণ- ঝাড়গ্রামের খুন আপনার গায়ে কাটা দেবে

ঝাড়গ্রামে জমি বিবাদের জেরে জ্যাঠতুতো বৌদি ও তার দুই ছেলের হাতে খুন বাহাদুর হেমব্রম, এক ছেলে পলাতক।

author-image
Aniket
New Update
Murder

File Picture

ঝাড়গ্রাম: জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদ অবশেষে প্রাণ কাড়লো বাহাদুর হেমব্রমের। শুক্রবার গভীর রাতে চন্দ্রীর আউসপাল এলাকায় রক্তাক্ত খুনের ঘটনা ঘটল। অভিযোগ, বাহাদুরকে নৃশংসভাবে গলা কেটে খুন করে তার জ্যাঠতুতো বৌদি ও বৌদির দুই ছেলে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতের দিকে আওয়াজ শুনে বাহাদুরের মা ঘর থেকে বাইরে বেরিয়ে দেখতে পান, জ্যাঠতুতো বৌদি ও তার দুই ছেলে বাহাদুরের মুখ চেপে ধরে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। সন্দেহ হওয়ায় তিনি চিৎকার করে বাড়ির অন্যান্য ছেলেদের ডাকেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে দেখে, ইতিমধ্যেই বাহাদুরের গলা কেটে দেওয়া হয়েছে। তার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

Murder

ঘটনার খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে। পরে বাহাদুরের জ্যাঠতুতো বৌদি ও তার এক ছেলেকে খুনের অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। তবে অপর ছেলে এখনো পলাতক। পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্তকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল দুই পক্ষের মধ্যে। তবে তা যে এমন মর্মান্তিক পরিণতি নেবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।

শনিবার বাহাদুর হেমব্রমের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।