ম্যারেজ হলে রক্তদান শিবির

গরমের জন্য বিশেষ উদ্যোগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-03 at 3.44.08 PM

হরি ঘোষ, দুর্গাপুর: ম্যারেজ হলে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। 

মঙ্গলবার সকালে দুর্গাপুরের সগড়ভাঙা সংলগ্ন একটি বেসরকারি ম্যারেজ হলে ট্রাফিক পুলিশের রক্তদান শিবিরের উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার, এসিপি দুর্গাপুর সুবীর রায়সহ পুলিশের আধিকারিকরা। প্রায় ৭০ জন রক্তদাতা রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। এসিপি বলেন, "গ্রীষ্মকালীন পরিস্থিতিতে পুলিশের রক্তদান শিবিরে এলাকার সমস্ত শ্রেণীর মানুষ এগিয়ে এসেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ"।

acptraffic