/anm-bengali/media/media_files/2025/05/20/Wm8ldBItCU1ZCIYGnF3Z.jpeg)
হরি ঘোষ, পানাগড়: রক্তাক্ত রাজ্য সড়ক। মৃত্যু যুবকের। ব্যাপক চাঞ্চল্য পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি দুর্গাপুর ফরিদপুর থানার ধবনী এলাকার বাসিন্দা। কাঁকসার পানাগড় শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার কর্মী ছিলেন ওই ব্যক্তি। জানা গেছে, সোমবার রাতে কাজ সেরে বাইক নিয়ে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিলেন অভিজিৎ। ৪- এর মাইলের কাছে একটি বিকল ট্রেলার দাঁড়িয়েছিল। তখনই প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় বাইক নিয়ে অভিজিৎ ধাক্কা মারেন ট্রেলারের পিছনে। বুকে এবং মাথায় প্রবল চোট লাগে। প্রচন্ড রক্তক্ষরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় অভিজিৎকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে ঘিরে শোকস্তব্ধ দুর্গাপুর ফরিদপুরের ধবনী এলাকা। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকে একের পর এক ট্রেলার রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। অন্ধকার রাস্তা হওয়ায় প্রতি দিন দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ মানুষকে। মৃত্যুর ঘটনাও ঘটছে। আলো না থাকার জন্য এই দুর্ঘটনা বলে অভিযোগ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us