New Update
/anm-bengali/media/media_files/75Uksbucuq0g4yvZsP0x.jpg)
হাসপাতালে ব্লক সভাপতি
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ডেবরা ব্লকের ডুঁয়া এলাকায় বুদ্ধ পূর্নিমার প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অনেকেই। শনিবার বিকেলে অসুস্থদের দেখতে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে উপস্থিত হলেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিবেকানন্দ মুখার্জী ও ডেবরার সাংসদ প্রতিনিধি সীতেশ ধাড়া। অসুস্থ ব্যাক্তিদের সঙ্গে কথাও বলেন তারা। অপরদিকে, এই ঘটনায় ডেবরার বিডিও শিঞ্জিনী সেনগুপ্তর নির্দেশে এলাকায় পাঠানো হয় মেডিক্যাল টিম।যান BMOH ও জয়েন্ট বিডিও। বর্তমানে সবাই ধীরে ধীরে সুস্থ হচ্ছে বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us