স্বচ্ছ এবং প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে পথে ব্লক প্রশাসন

কোথায় হল এই মিছিল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-13 at 4.22.20 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গতকাল পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর ২ নম্বর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকার নিয়ে সুলতান নগর-গোপীগঞ্জ রাজ্য সড়কের সোনাখালি বাজারে সচেতনতামূলকবার্তা পৌঁছে দিতে পথে নামল VRP কর্মীদের নিয়ে। মিছিলে পা মেলান দাসপুর ২ নম্বর ব্লকের বিডিও প্রবীর কুমার সিট, জয়েন্ট বিডিও, দাসপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শিখা দোলই, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায়সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

WhatsApp Image 2025-08-13 at 4.22.33 PM