BREAKING: এবার নির্বাচন কমিশন খোদ সরিয়ে দিল বিএলও-কে!

কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: কোলাঘাট ব্লকের চল্লিশ নম্বর বুথের বিএলও তৃণমূল কংগ্রেসের বিএলএ। বিতর্কে মুখে তাকে বিএলও পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। "আইন জানা নেই, না জেনে সই করেছি। ভুলবশত হয়েছে", সাফাই অভিযুক্তর। তার দাবি নাম সরানোর জন্য কোলাঘাট ব্লকের তৃণমূল নেতৃত্বকে লিখিতভাবে জানিয়েছিলেন। তার নাম শীতল মণ্ডল। কোলাঘাট ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানাল বিজেপি।

election commission  a