বীরভূমে BLO দের বিক্ষোভ

কেন এই বিক্ষোভ ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-12-12 at 5.27.24 PM

JJJJ

নিজস্ব সংবাদদাতা : BLO দের যে কাজ দেওয়া হয়েছিলো তা সম্পূর্ণ করার পর ফের তাদের ব্যাক আসা ফর্ম ফিলাপ করতে বলা হচ্ছে ১ দিনের মধ্যে। তাছাড়া অতি অল্প সময়ের মধ্যে SIR এর ফর্ম পূরণ করতে চাপ দেওয়া হচ্ছে।এমনই অভিযোগ করে বীরভূমের রামপুরহাট ১নং ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান BLO রা। তাদের অভিযোগ, ত্রুটি থাকা ফর্ম গুলো একদিনের মধ্যে আপলোড করা অসম্ভব। এবং কোনরকম ঠিকঠাক প্রশিক্ষণ ছাড়াই অতি অল্প সময়ের মধ্যে তাদের উপর চাপ দিয়ে যে এত কাজের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ করা অসম্ভব। তারা অভিযোগ করেন তারা শিক্ষকতার কাজে যোগ দিয়েছেন।

SIR

কিন্তু সেই শিক্ষকতার কাজ বাদ দিয়ে তাদেরকে অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করানো হচ্ছে চাপ দিয়ে। কাজ না করলে চাকরি চলে যাওয়ারও ভয় দেখানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন ।BLO দের কাছে জমা থাকা SIR এর ফর্ম গুলো যাতে অতি সত্বর জমা নিয়ে নেওয়া হয় তারও আবেদন জানানো হয় আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে। তারা দাবি করেন এবার তারা এই কাজ থেকে অব্যাহতি চাইছেন। কারণ হিসাবে তাদের দাবি স্কুল গুলোতে পরিক্ষার খাতা দেখতে হবে। তাছাড়া এসআইআরের কাজ শেষ করার পর আর তারা কাজ করতে চাননা।