/anm-bengali/media/media_files/2025/12/01/whatsapp-image-2025-12-01-2025-12-01-14-37-00.jpeg)
নিজস্ব প্রতিনিধি, হুগলি: চাঁপদানী বিধানসভার ১১১ নম্বর বুথে ২৫ জন ও ১১২ নম্বর বুথে ৩০ জন ভোটারকে চিহ্নিত করতে না পেয়ে পাবলিক নোটিশ টাঙিয়ে দিলেন বিএলও। অভিযোগ বৈদ্যবাটি পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের দুটি বুথে এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে বেশ কিছু ভোটারকে খুঁজেই পেলেন না বিএলও-রা। তিনবার ওই এলাকায় গিয়েও তাদের না পেয়ে বিভিন্ন জায়গায় নোটিশ টাঙিয়ে দেন বিএলও-রা।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, কোনো ভোটারকে খুঁজে না পেলে সেই এলাকায় পাবলিক নোটিশ দেওয়ার কথা বিএলওর। সেই মতই কাজ করেছেন তারা। ওই বুথের বিএলও-দের সঙ্গে থাকা বিএলএ-রাও খুঁজে বের করতে পারেননি ভোটারদের। স্থানীয় বাসিন্দাদের মত, যদি সঠিক ভোটার হন তাহলে এলাকায় থাকবেন নয়ত তার পরিবার বা আত্মীয়-স্বজনদের থাকার কথা। এক্ষেত্রে কাউকে পাওয়া যায়নি। এসআইআর- এর মাধ্যমে প্রকৃত বৈধ ভোটারদের নাম থাকুক অবৈধ ভোটার বাদ যাক, দাবি তাদের।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/04/1974062-sir-2025-11-04-09-32-39.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us