BREAKING: দুই বুথে একই বিএলও-র নাম! ছড়াল চাঞ্চল্য

কি নাম তার?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: খোদ বিএলওর নামই দুই জায়গার ভোটার তালিকায়। এবার তোলপাড় ছোট জাগুলিয়ায়। ১১৯/২৮ এবং ১১৯/২৯ নম্বর বুথে নাম রয়েছে বিএলও- র, অভিযোগ করল বিজেপি। ১১৯/২৮ বুথ থেকে ১১৯/২৯ নম্বর বুথে নাম ট্রান্সফার করেছেন, দাবি করেন বিএলও। কারচুপি করে দুই জায়গায় নাম ঢুকিয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপির। বিজেপির ষড়যন্ত্র, পালটা দাবি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস বিডিওর।

bjp tmc clash