New Update
/anm-bengali/media/media_files/mGyyuE66HicpcajmeqxM.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পাড়ার গলিতে তখন সকালের ব্যস্ততা। আচমকা বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। কিছু বুঝে ওঠার আগেই গলির মাঝেই উড়ে এসে পড়ল একটি হাত। এমনই ভয়াবহ সকাল শুরু হল পানিহাটিতে।
যা জানা যাচ্ছে, এদিন সকাল ১১টার পর ঘটনাটি ঘটে। বাড়ির মধ্যেই ঘটে আচমকা বিস্ফোরণ। পানিহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তেজপাল এলাকার ঘটনা। বাড়ির মধ্যেই হয় বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতোটায় ছিল যে হাত উড়ে এসে পড়ে বাইরে। যুবকের শরীরের একাংশ ঝলসে গিয়েছে। অবস্থা সঙ্কটজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে বোমাও। আপাতত সমগ্র এলাকা ঘিরে রেখেছে খড়দাহ থানার পুলিশ। এলাকায় রয়েছে আতঙ্ক।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us