ফের হাওড়ায় অগ্নিকাণ্ড

আগুন লেগে প্লাইউড কারখানায়।

author-image
Jaita Chowdhury
New Update
েংোে্

নিজস্ব সংবাদদাতা: ফের হাওড়ায় অগ্নিকাণ্ড। লিলুয়ার জগদীশপুর মাকালতলায় প্লাইউড কারখানায় আগুন। স্থানীয় সূত্রে খবর, দমকলের ৪টি ইঞ্জিন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। শর্ট সার্কিট থেকে আগুন প্রাথমিক অনুমান দমকলের। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে। প্রচুর পরিমাণে রাসায়নিক ও প্লাইউড মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।