New Update
/anm-bengali/media/media_files/b5Ndu0oGS7NEyMmBPff2.png)
নিজস্ব সংবাদদাতা: বাজি কারখানায় (Firecrackers Factory) পরপর দুর্ঘটনা। জীবন 'বাজি' রেখেও ফেরে না হুঁশ। পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় হওয়া ভয়াবহ বিস্ফোরণ সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। এর আগে ২০ মার্চ, ২০২৩ সালে মহেশতলায় (Maheshtala) বাজি কারখানায় বিস্ফোরণের (Blast) ফলে মারা গিয়েছিলেন ৩ জন। পটাশপুর, ভূপতিনগরের পর এবার এগরা (Egra)। ফের প্রাণ কাড়ল (Death) বিস্ফোরণ। পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় হওয়া বিস্ফোরণে পুড়ে ছারখার আস্ত একটা বাড়ি। বারুদের স্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। আর কত মৃত্যুর পর হুঁশ ফিরবে প্রশাসনের?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us