নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ সরকারি ভর্তুকি দেওয়া রাসায়নিক সারের কালোবাজারি, প্রিন্ট রেট থেকে ৪০০ থেকে ৪৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সার,আর্থিক সংকটে পড়ছে কৃষকেরা।
মূলত আলু চাষের জন্য সবথেকে বেশি রাসায়নিক সারের প্রয়োজন। এখন জমিতে চলছে আলু লাগানোর কাজ। আলু চাষের জন্য সার কিনতে মাথায় হাত পড়ছে কৃষকদের।
মূলত ইফকো কোম্পানির ১০-২৬-২৬ প্যাকেটের গায়ে দাম লেখা আছে ২১০৯ টাকা প্রতি বস্তা সরকারী ভর্তুকি ৬৩৯ টাকা। কৃষকদের কাছ থেকে দাম নেওয়ার কথা ১৪৭০ কিন্তু দাম নেওয়া হচ্ছে ১৯০০ থেকে ১৯৫০ টাকা দাবি কৃষকদের। এমনকি দেওয়া হচ্ছে না পাকা রশিদ ফলে সার কিনতে গিয়ে আর্থিক সংকটে পড়ছেন কৃষকেরা। এত কিছুর পরেও নজর নেই প্রশাসনের।