/anm-bengali/media/media_files/2025/08/06/screenshot-2025-08-06-1121-pm-2025-08-06-23-20-38.png)
নিজস্ব সংবাদদাতা: কোচবিহারে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনার প্রতিবাদে আজ হাওড়ায় অভিনব বিক্ষোভ দেখাল বিজেপি। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাজ্যের বিজেপি নেতা-কর্মীরা ‘জুতো প্রতিবাদ’ (Slipper Protest) কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, “শুভেন্দু অধিকারীর উপর পরিকল্পিত হামলা হয়েছে। এটি গণতন্ত্রের উপর আঘাত। রাজ্য প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে। আইনশৃঙ্খলা বলে কিছু নেই।”
হাওড়ার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা জুতো-চপ্পল হাতে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মোতায়েন ছিল।
/anm-bengali/media/post_attachments/8bbbec6d-a40.png)
বিজেপির দাবি, বিরোধী দলনেতাকে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে নিশানা করছে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।
তবে এই বিষয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
রাজ্যের রাজনীতিতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিরোধী ও শাসক দলের মধ্যে পরস্পর দোষারোপের রাজনীতিই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
#WATCH | West Bengal | BJP leaders and workers staged a 'slipper protest' in Howrah over the alleged attack on the convoy of West Bengal LoP Suvendu Adhikari in Cooch Behar yesterday. pic.twitter.com/Rmah6CtpoH
— ANI (@ANI) August 6, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us