/anm-bengali/media/media_files/QtJc6t0fzpzJ893UJylv.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সামনেই রয়েছে বিধানসভার নির্বাচন। তাই ভোট টানতে মরিয়া হয়ে উঠেছে সব রাজনৈতিক দলগুলিই। পিছিয়ে নেই কেউই। কে কাকে টক্কর দেবে ? সকলেই নিজেদের ভোট বাড়াতে নতুন নতুন উপায় অবলম্বন করছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
এবার বিজেপি দল এগিয়ে এল তাদের নতুন কৌশল নিয়ে। সামনেই দুর্গা পুজো। আর পশ্চিম বাংলার মানুষদের কাছে এটি একটি বিশেষ উৎসব। সেই দুর্গা পুজো উপলক্ষেই বাংলার মা বোনেদের ভোট টানতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে আসানসোলের পাণ্ডবেশ্বরে দেওয়া হল নতুন শাড়ি।
/anm-bengali/media/media_files/hlawaO0j3hrOiJ0KBcjR.jpg)
বলা বাহুল্য, পুজোর আগে এরকম নতুন শাড়ি পেয়ে খুবই উচ্ছ্বসিত এলাকার মহিলারা। জিতেন্দ্র তিওয়ারি নিজে তাদের হাতে নতুন শাড়ি তুলে দেন। তাহলে কি এবার ভোটের রাজনীতিতে বাংলার মা বোনেদেরকে 'ট্রামকার্ড' করার প্রচেষ্টা চলছে ? এভাবেই কি এবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি ? উত্তর দেবে নির্বাচনের ফলাফল।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
Before Durga Pujo We are offering Sarees to our mothers and sisters
— Jitendra Tiwari * জিতেন্দ্র তিওয়ারি (@JitendraAsansol) October 5, 2023
Today at Parascol 6No under Pandeswar Assembly pic.twitter.com/OZYXzPb1SO
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us