New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: বঙ্গ বিজেপির তরফে বড় তথ্য জানানো হয়েছে। বাংলায় আরও শক্ত হল বিজেপির হাত। বিজেপিতে যোগ দিয়েছেন, এনসিপি দলের জেলা সভাপতি ফ্যাজল আহমেদ।
/anm-bengali/media/media_files/fxQsoP0YPBVKsbRNRcQx.jpeg)
এই বিষয়ে বঙ্গ বিজেপির তরফে বলা হয়েছে, "কেন্দ্রে মোদীজিকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে এবং রাজ্যে তৃণমূলের অপশাসনকে নির্মূল করবার শপথ নিয়ে দার্জিলিং জেলায় এনসিপি দলের জেলা সভাপতি ফ্যাজল আহমেদ তার সকল কর্মীদেরকে নিয়ে বিজেপিতে যোগদান করলেন"।
কেন্দ্রে মোদীজিকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে এবং রাজ্যে তৃণমূলের অপশাসনকে নির্মূল করবার শপথ নিয়ে দার্জিলিং জেলায় এনসিপি দলের জেলা সভাপতি ফ্যাজল আহমেদ তার সকল কর্মীদেরকে নিয়ে বিজেপিতে যোগদান করলেন।
— BJP West Bengal (@BJP4Bengal) January 10, 2024
গৈরিক অভিনন্দন... #JoinBjppic.twitter.com/PMYMKvp7Iq
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us