২৬-এর নির্বাচনে আগে, বিজেপির বিশাল জয়, গোহারা হারল তৃণমূল

নন্দীগ্রামে আমড়াতলা সমবায় সমিতির নির্বাচনে ৬০ টি আসনের মধ্যে ৪২ আসনে জয় বিজেপির, ১৮ আসনে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস।

author-image
Aniket
New Update
g

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর জেলার একাধিক সমবায়ে তৃণমূলের জয়জয়কার হলেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বিপুল আসনে জয়লাভ বিজেপির। বিজেপির কাছে গোহারা হারলো তৃণমূল। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার আমড়াতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল। যার মোট আসন ছিল ৬০ টি। যেখানে ৪২ টি আসনে জয় লাভ করে বিজেপি সমর্থিত প্রার্থীরা এবং তৃণমূল পেয়েছে ১৮ টি আসন। সমবায়ের মোট ভোটার ১৫৫০। 

স

তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রলয় পাল জানান, "নন্দীগ্রামের হিন্দুরা জেগে উঠেছে। তাই আমরা বিপুল আসনে জয় পেয়েছি। আগামী দিনে নন্দীগ্রামের মতো পশ্চিমবঙ্গেও হিন্দুরা জেগে উঠে ২৬-এর নির্বাচনে রাজ্যে বিপুল আসন বিজেপিকে দেবে। নন্দীগ্রামের মানুষের আজ সমবায় নির্বাচনে বিজেপির প্রার্থীদের জয়লাভ কারনোই তার উদাহরণ"।