New Update
/anm-bengali/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-09-pm-2025-08-23-12-44-26.png)
নিজস্ব প্রতিনিধি: এখনও পর্যন্ত ডেবরায় বিজেপির ডাকা ৬ ঘন্টা বনধের কোনো প্রভাব পড়লো না ডেবরা জুড়ে। সকাল থেকেই দোকানপাট খোলা, নিত্য দিনের মতো মানুষজন রাস্তায় বেরিয়েছে। ইতিমধ্যে ডেবরার বিভিন্ন প্রান্ত জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
/anm-bengali/media/post_attachments/74d56d3d-f4d.png)
যাতে এলাকায় কোনো রকম কোনো অশান্তি না হয়। অপরদিকে বিভিন্ন এলাকায় এই বনধের প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল। অপরদিকে ডেবরার গ্রামাঞ্চলে বনধ সফল হয়েছে দাবী বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার এসটি মোর্চার সভাপতি সুকেশ সরেনের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us