১৪৪ ধারা মানলেন না BJP কর্মীরা, ব্যারিকেড ভেঙে দিলেন সকলে, এবার সুকান্ত

ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল ন্যাজাটে।

author-image
SWETA MITRA
New Update
bjpss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সন্দেশখালি কাণ্ডে ৬ দিন পার, এখনও অধরা তৃণমূলের শাহজাহান শেখ। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) নেতৃত্বে আজ ন্যাজাট থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল। যদিও এই ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় সুকান্তের। আজ বিজেপিরমিছিলপৌঁছাতেইপুলিশআটকেদেয়।এদিকেপুলিশেরব্যারিকেডভেঙেদিলেনবিজেপিকর্মীরা।