দুর্গাপুরের ধর্ষণকাণ্ড, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি মহিলা মোর্চার থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি

তাদের কি দাবি?

author-image
Anusmita Bhattacharya
New Update
BJPPRO

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে ওড়িশার এক দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল বাঁকুড়া। কাল বিকেলে বিজেপির বাঁকুড়া জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে বাঁকুড়া সদর থানার সামনে এক তীব্র বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে উপস্থিত মহিলা মোর্চার নেতৃত্ব অভিযোগ করে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটলেও প্রশাসন নীরব ভূমিকা নিচ্ছে। দোষীদের কঠোর শাস্তি ও রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

মহিলা মোর্চা স্লোগান দেয়, “মুখ্যমন্ত্রী দায়ী, মহিলারা অসুরক্ষিত”,“ধর্ষণ রুখতে ব্যর্থ সরকার পদত্যাগ করো"। মহিলা মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, যদি দ্রুত অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা না হয়, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে। 

bjp flag