New Update
/anm-bengali/media/media_files/ZUQnPJHl0pihdej42ERM.jpeg)
File Picture
দিগ্বিজয় মাহালি, সবং, পশ্চিম মেদিনীপুর: ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়ের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সবং থানার অন্তর্গত ৬ নম্বর চাউলকুড়ি অঞ্চলের ঘুশিঙ্গা বুথ এলাকায়। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়েছে এলাকায়। গোটা ঘটনায় ইতিমধ্যে সবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
/anm-bengali/media/media_files/VvE7zvlgDlx9NVT4ZkTR.jpeg)
এই ঘটনায় বুধবার সবং থানায় বিজেপির নেতৃত্বরা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ।
/anm-bengali/media/media_files/PAGX36TweNMZcProIPFC.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us