'মুঝকো পিনা হ্যায় পিনে দো'! মিঠুনের গান বাজতেই তৃণমূলের খোঁচা

কোথায় বাজল এই গান?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-12 at 1.58.15 PM

হরি ঘোষ, দুর্গাপুর: বিজেপির রাজনীতি বুঝি এখন নেশায় চুর। দুর্গাপুরের ইস্পাত নগরীর নেতাজি ভবনে বিজেপির কর্মীসভার মঞ্চে তখনও মিঠুন চক্রবর্তী আসেননি, তার আগেই শুরু বিতর্ক। মঞ্চে বেজে উঠল 'মুঝকো পিনা হ্যায় পিনে দো'। ১৯৯৩ সালের মিঠুন অভিনীত বলিউড ছবি 'ফুল অউর অঙ্গার'- এর এই গান। সিনেমায় ছিল রাগ-হতাশায় ডুবে নায়কের নেশায় হারিয়ে যাওয়ার মুহূর্ত। কিন্তু রাজনৈতিক মঞ্চে এই গান বাজতেই চড়তে লাগল রাজনৈতিক পারদ। 

তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় তীব্র কটাক্ষ করে বলেন, "এখন ভোট চাইবার আগে বোতল চাইছে বিজেপি! দল তো আগেই হোঁচট খাচ্ছিল, এবার গান শুনে পুরো দুলে যাবে"। তিনি আরও যোগ করেন, "রাজনীতির মঞ্চে মদ্যপানের গান বাজানো মানে মানুষের সমস্যাকে উপহাস করা"। পাল্টা বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, "গান মানেই নেশা নয়। এটি শুধুই বিনোদনের জন্য বাজানো হয়েছে। তৃণমূল দলের সাংসদ মহুয়া মৈত্র দিল্লিতে কি করেছে সেটা সবাই দেখেছে। আর এখানে তৃণমূল রাজনীতি না পেলে গানেও রাজনীতি খুঁজে পায়"।

bjp tmc clash