/anm-bengali/media/media_files/2025/05/01/IzEkjEP1m0HEnMltF1d5.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দিঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। তারপরেই দলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। রাতে দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা, জুতো দিয়ে ছবিতে মারার ঘটনা ঘটেছিল মেদিনীপুরে বিজেপির জেলা পার্টি অফিসে। এবার সেই পার্টি অফিসে জেলা সভাপতি যেতেই তাকে ঘিরে তুমুল বিক্ষোভ। গাড়িতে চড়, কিল। সভাপতিকে মারধরের চেষ্টা। কোন রকমে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে বাঁচলেও, মার খেলেন দিলীপ ঘোষের অনুগামীরা। প্রকাশ্য রাস্তায় বেল্ট দিয়ে মারলেন দলের প্রাক্তন মন্ডল সভাপতি। চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হল বিজেপির জন্যে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরের সিপাই বাজার এলাকায়। বর্তমান জেলা সভাপতি সমিত কুমার মন্ডল দিলীপ ঘোষের অনুগামী বলে পরিচিত। তার ওপর চড়াও হন বিজেপির এক দল কর্মী সমর্থক। তাদের দাবি, দিলীপ ঘোষ তৃণমূলের নির্দেশে চলছে। এরা দলের পক্ষে ক্ষতিকারক।
/anm-bengali/media/media_files/2025/05/01/cKkvu1iuTNTX1NzpanCn.jpeg)
এদিন দেখা গিয়েছে, মেদিনীপুর সদর মন্ডল-৩ সভাপতি সুজিত জানাকে বেধড়ক মারধর করেন ওই এলাকারই প্রাক্তন মন্ডল সভাপতি সুজয় দাস। প্রকাশ্য রাস্তায় ছুটিয়ে ছুটিয়ে বেল্ট দিয়ে মারধর করেন। অন্যান্যরাও লাথি, চড়, কিল মারেন সুজিতকে। কোন রকমে সেখান থেকে রক্ষা পান কয়েকজন কর্মীরই সাহায্যে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us