রাস্তা নয়, যেন কাদার খাল! রাস্তায় মাছ ছেড়ে, ধান রোপণ করে বিজেপির বিক্ষোভ

কোথায় হল এই বিক্ষোভ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-04 at 4.27.22 PM

হরি ঘোষ, দুর্গাপুর: উঠে গেছে পিচ। ভেঙে চুরমার একদা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাটি। এখন সেটি কার্যত এক জলমগ্ন ডোবা। এমন দুর্বিষহ অবস্থার বিরুদ্ধে ধানের চারা পুঁতে, জল ছেড়ে, রীতিমতো মাছ ছেড়ে অভিনব বিক্ষোভ দেখাল বিজেপি।

রবিবার দুর্গাপুরের ২৮ নম্বর ওয়ার্ডের মুচিপাড়া আইটিআই মোড় সংলগ্ন রাস্তায় শুরু হয় অবরোধ। নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও ৩ নম্বর মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডল। রাস্তায় শুধুই গর্ত, পিচ উঠে গেছে ও বর্ষায় তা রূপ নিয়েছে বিপজ্জনক। জলে ভরা রয়েছে গর্তগুলি। নিত্যযাত্রীদের কাছে এই রাস্তা এখন আতঙ্কের নাম। দুর্ঘটনা যেন নিত্যদিনের অনিবার্য নিয়তি। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সরাসরি দায় চাপিয়েছেন দুর্গাপুর নগর নিগম ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উপর। তাঁর অভিযোগ, "এই রাস্তা দিয়ে প্রতিদিন বালি বোঝাই ট্রাক্টর চলে, আর প্রশাসন চোখ বুজে বসে আছে। উন্নয়নের নামে কোটি কোটি টাকা উধাও, আর রাস্তা বেহাল। এই পরিস্থিতিতে আমরা মাছ ছেড়ে ধান রোপণ করেছি কারণ এই রাস্তাটা এখন চাষের জমির চেয়ে ভাল কিছু নয়"। তিনি হুঁশিয়ারি দেন, "অবিলম্বে সংস্কার না হলে, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এবার আর চুপ করে বসে থাকব না"।

WhatsApp Image 2025-08-04 at 4.19.23 PM