/anm-bengali/media/media_files/2025/05/08/3HkaikFscMRCevaSFVut.jpeg)
নিজস্ব সংবাদদাতা - ডেবরার অনন্তবাড় গ্রামের বাসিন্দা ডাক্তার সরেনের মৃত্যুর ঘটনায়, ইতিমধ্যেই আবগারি দপ্তরের কয়েকজনের বিরুদ্ধে ডেবরা থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত ডাক্তার সরেনের স্ত্রী সূপর্না সিং সরেন। তার তদন্ত শুরু করেছে পুলিশ।
অপরদিকে এই ঘটনাকেই সামনে রেখে আগামীকাল ৬ ঘন্টার ডেবরা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ পুলিশ তাদের জেলা সভাপতি তন্ময় দাসকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়েছিল। পাশাপাশি ডাক্তার সরেনকে মারধর করে মেরে ফেলা হয়েছে। তার বিচারের দাবীতে এই অবরোধ। এই বিষয়ে গতকালই মেদিনীপুরে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/UOnHCHohpFQxzdRxMGUm.jpg)
আর এরমধ্যেই বিজেপির ডাকা এই অবরোধকে চরম কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের মতে রাজনৈতিক ফায়দা তুলতে মাঠে নেমেছে বিজেপি। যেখানে অভিযোগ দায়ের হয়েছে,পুলিশ তদন্ত করছে সেখানে আবার বনধ কিসের। ডেবরার মানুষ এই বনধ প্রত্যাখ্যান করবে।তৃণমূল এর তীব্র বিরোধিতা করে।
আবার বিজেপির ডাকা এই বনধের বিরুদ্ধে সরব হয়েছে ডেবরা ব্লক আদিবাসী অধিকার মঞ্চ। মঞ্চের পক্ষ থেকে আজ বিজেপির জেলা সভাপতি তন্ময় দাসের বাড়ী ঘেরাও ও অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। যা নিয়ে সরগরম হয়ে রয়েছে সমগ্র ডেবরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us