নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বিজেপির বিপুল জয়! স্লোগানকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল হাতাহাতি

পুলিশ সামাল দেয় পরিস্থিতি।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-25 at 1.24.01 PM

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: সমবায় নির্বাচনে খাতাই খুলতে পারল না তৃণমূল সমর্থিত প্রার্থীরা। সবকটি আসনে জয়লাভ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে বাড়তি অক্সিজেন পাচ্ছে গেরুয়া শিবির। 

জানা গেছে, রবিবার নন্দীগ্রাম - ২ ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর সদস্য নির্বাচন হয় যার মোট আসন সংখ্যা ছিল ১২টি‌। সেখানে সবকটি আসনেই জয়লাভ করেছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। জয়ের খবর ছড়িয়ে পড়তেই গেরুয়া আবির ও মিষ্টিমুখে মেতে উঠেন বিজেপি কর্মী-সমর্থকরা। ২০১৬ সাল থেকে আদালতে মামলার কারনে নির্বাচন হয়নি। প্রশাসকের মাধ্যমে সমবায় পরিচালিত হত। অবশেষে আদালতের নির্দেশে ভোট ঘোষণা হতেই বিজেপি এবং তৃণমূল উভয়ই নির্বাচনের ময়দানে নেমে পড়ে। দুই দলের তরফ থেকে সবকটি আসনে প্রার্থী দেওয়া হয়। রবিবার নির্বাচনে রাজনৈতিক সংঘর্ষ এড়াতে ভোট গ্রহণ কেন্দ্র চত্বরে মোতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী। বিকেলে ফল প্রকাশ হতেই সবকটি আসনে জয়ী হয় বিজেপি সমর্থিত প্রার্থীরা।

তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক তথা নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল বলেন, "পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সমবায় দখলের চেষ্টা করে তৃণমূল৷ কিন্তু তা করতে পারেনি। একটি আসনেও জিততে না পারায় নানা অভিযোগ তুলছে। মানুষ আমাদের সাথে আছে। নির্বাচনের ফলাফলই তা জানান দিচ্ছে"। নির্বাচন শেষের পরেই উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। তৃণমূলের জয় বাংলা স্লোগান- এর পাল্টা বিজেপি জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। শেষে তা হাতাহাতির রূপ নেয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে উত্তেজনা প্রশমিত করে।

bjp tmc clash