সাংসদ ও বিধায়কের উপর হামলার প্রতিবাদ, পুলিশের সঙ্গে হাতাহাতি

কোথায় ঘটল এই কাণ্ড?

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-10-07 201211

হরি ঘোষ, কাঁকসা: উত্তরবঙ্গে ত্রাণ বিতরণে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও এক বিধায়কের উপর হামলার প্রতিবাদে কাঁকসার মুচিপাড়ায় বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি।

বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। তখনই আগুন নেভাতে ও রাস্তা খালি করতে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। সেই সময়ই পুলিশের উপর চড়াও হন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয় দুই পক্ষের মধ্যে। ঘটনাস্থলে চরম উত্তেজনা ছড়ায়। এই ঘটনার পর বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় এলাকায়। মুচিপাড়া থেকে বাঁশকোপা যাওয়ার সার্ভিস রোডে তৈরি হয় ব্যাপক যানজট। বিক্ষোভে নেতৃত্ব দেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "যেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধিও নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ, সেটা সবাই বুঝে যাচ্ছেন। রাজ্যজুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পুলিশ অবরোধ তুলতে এলে পাল্টা প্রতিরোধ হবে। এইজন্য পুলিশকেও ছাড়া হয়নি"।

Screenshot 2025-10-07 201255