/anm-bengali/media/media_files/2024/10/26/LQUsHZYDnffniDxjnST2.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ একাধিক কর্মসূচী রয়েছে তাঁর। সেই একাধিক কর্মসূচীর মধ্যেই রয়েছে সল্টলেক থেকে অমিত শাহের জনসভা। আর সেই জনসভা থেকেই উঠলো আরজি করের প্রসঙ্গ। প্রত্যক্ষ ভাবে উল্লেখ না করলেও পরোক্ষ ভাবে সেই প্রসঙ্গ তুললেন অমিত শাহ।
এদিন তিনি বলেন, ‘সন্দেশখালি থেকে আরজি কর বাংলায় কোথাও মহিলারা নিরাপদ নন’। এরপরই হুঙ্কার দিয়ে বলেন, ‘বাংলা থেকেই বিজেপির শুরু হয়েছে। বাংলার মাটিতে পোঁতা সেই বীজ, আজ বটবৃক্ষ। বাংলা থেকে ১ কোটি মানুষের সমর্থন নিয়েই থাকবে বিজেপি। ২০২৬-এ এই বটবৃক্ষই সরিয়ে দেবে তৃণমূলকে। এই রাজ্যে কংগ্রেস এসেছে, বামফ্রন্ট এসেছে, তারা আবার কালের নিয়মে চলেও গেছে। এখন তৃণমূল আছে। আর এবার তৃণমূলেরও যাওয়ার সময় চলে এসেছে। অতএব বাংলার এখন একমাত্র মুখ বিজেপি। তাই তাঁকেই নিয়ে আসতে হবে শাসনে”।
लैंड पोर्ट ऑथोरिटी पड़ोसी देशों के साथ भाषा, संस्कृति और साहित्य के आदान-प्रदान का मजबूत माध्यम बनकर देश के विकास में योगदान दे रहा है। pic.twitter.com/slyP4wq6Gm
— Amit Shah (@AmitShah) October 27, 2024