'আর নেই দরকার BJP সরকার'! বিজেপিই চাইছে না বিজেপিকে?

২১ জুলাই উপলক্ষ্যে একদিকে যেমন তৃণমূলের বড় সমাবেশ হয়েছে তেমন এর পাশাপাশি বিজেপির বিক্ষোভ অভিযান চলেছে। মুর্শিদাবাদ জেলার সেই বিক্ষোভ এবার ভাইরাল এক বিশেষ কারণে। বিজেপির বিরুদ্ধেই বিজেপির স্লোগান।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
bjp nadda.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ২১ জুলাই শুক্রবার মুর্শিদাবাদ জেলার নগর এলাকার খড়গ্রাম বিডিও অফিসের সামনে উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির এসসি-এসটি মোর্চার সভাপতি আদিত্য মল্লিকের নেতৃত্বে বিজেপি কর্মীরা অবস্থান বিক্ষোভে সামিল হয়। সেখানেই আচমকা আজব স্লোগান শুনতে পাওয়া যায়। ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য। বিজেপির মিছিলে স্লোগান দেওয়ার সময়ই শোনা যায় কেউ কেউ বলছে 'আর নেই দরকার বিজেপি সরকার'। বলা বাহুল্য, তারা তৃণমূল সরকার বা মমতা সরকার বলতে চেয়েছে।