'মহিলা মুখ্যমন্ত্রীর ভাষা এত নিম্নরুচির, লজ্জা হওয়া উচিত মমতার', সরব বিজেপি

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করল বিজেপি।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Message-from-West-Bengal-Mamata-is-Still-Queen-But-BJP-is-Emerging-Prince-Feature-News-Time-Now

file pic

নিজস্ব সংবাদদাতাঃ এবার ফের একবার প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে বিতর্কিত মন্তব্যের অভিযোগ বাংলার  মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে। এই নিয়ে এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টুইটারে সরব হলেন বিজেপি নেতা অমিত মালব্য। জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ আজ মুর্শিদাবাদে জনসভা ছিল মমতার। সেই সভায় মমতার বক্তব্যের ভিডিও টুইটারে শেয়ার করে একহাত নিয়েছেন বিজেপি নেতা। বঙ্গ বিজেপির টুইটার হ্যান্ডেলেও এই ভিডিও শেয়ার করা হয়েছে। বিজেপির তরফে টুইটারে লেখা হয়েছে, 'একজন মহিলা মুখ্যমন্ত্রীর ভাষা এত নিম্নরুচির? জঘন্য! লজ্জা হওয়া উচিত।'

তৃণমূল নেত্রীর বক্তব্যের ওই অংশটুকু টুইটারে শেয়ার করে অমিত মালব্য লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বক্তব্য রাখার সময় এই পর্যায়ে নামতেই পারেন, কিন্তু তিনি যে ভাষা বোঝেন, সেই ভাষাতেই তাঁকে আক্রমণ করা হলে, তিনি যেন তখন 'ভিক্টিম' হচ্ছেন না বলেন। বাংলার মানুষে অনেক সহ্য করেছে এবং এবার তৃণমূল বড় ধাক্কা খাবে।" 

Add 1