বাঁকুড়ায় বিজেপির বিক্ষোভ

কসবা গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে বাঁকুড়ায় বিজেপির বিক্ষোভ, নেতৃত্বে বিজেপি বিধায়ক।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-06-29 9.27.10 AM

নিজস্ব প্রতিনিধি: কসবা ল কলেজের ছাত্রীকে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত ছাত্রনেতা সহ তার দলবল রাতের অন্ধকারে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ওই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে কলকাতার গড়িয়াহাট মোড়ে প্রতিবাদ করতে গেলে রাজ্য পুলিশ গ্রেপ্তার করে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারকে। তার সঙ্গে গ্রেপ্তার করা হয় অন্যান্য বিজেপি নেতাকেও।

এই ঘটনার প্রতিবাদে গতকাল রাত ৯ টা থেকে বাঁকুড়ার মাচানতলা মোড়ে বিজেপির পক্ষ থেকে তীব্র বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিজেপির দাবি, রাজ্যে মহিলারা আজ চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন, আর সরকার অপরাধীদের আড়াল করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিজেপি নেতৃত্বের বক্তব্য, রাজ্যজুড়ে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটলেও রাজ্য প্রশাসন নিরব দর্শক হয়ে রয়েছে। তারা জানান, আগামী দিনে গোটা জেলা জুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।