বিজেপি নয়, অন্য ব্যানারে সহায়তা কেন্দ্র খুলল বিজেপি নেতারা

জানুন এই সম্পর্কে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-11 at 4.26.47 PM (1)

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৯ নং ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের লোয়াদা বাজারে স্থানীয় বিজেপি নেতৃত্বরা আমরা কজ ক্লাবের নামে সহায়তা কেন্দ্র খুলে এসআইআর- এর ফর্ম ফিলাপের কাজ শুরু করল। তাদের প্রশ্ন করলে উত্তর আসে, "দীর্ঘ কয়েকদিন ধরে এস আই আর এর কাজ চলছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের কাজ করছে। কিন্তু আমাদের এই এলাকায় বিজেপির কী কাজ হচ্ছে তা জানিনা। তবে আমারা মানুষের সাহাযার্থে আমরা কজন নামে একটি কমিটি তৈরি করে আমরাও সাধারণ মানুষের এসআইআর নিয়ে ফর্ম ফিলাপের জন্য সহায়তা কেন্দ্র খুলেছি। যদি কোনো মানুষজন সমস্যায় পড়েন আমরা তাদের সহযোগিতা করার জন্য এই সহায়তা কেন্দ্র খুলেছি"। যদিও এই বিষয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, "রাজ্যের মানুষ, দেশের মানুষ এসআইআরকে সমর্থন করেছে। যে যাই ব্যানারে কাজ করুক।মানুষে এখন সহযোগিতা পেলেই হবে"। 

bjp flag