বাংলায় হিংসা চরমে, হস্তক্ষেপ করতে অনুরোধ অমিত শাহকে

একেবারে দরজার কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই একেবারে রণক্ষেত্র হয়ে উঠেছে বাংলার একাধিক জেলা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই যেন শুধু হিংসার ছবি।

author-image
SWETA MITRA
New Update
amit shah bengal.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। জানা গিয়েছে, আজ শুক্রবার বঙ্গ বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অবিলম্বে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন দফায় দফায় অশান্ত হয়ে ওঠে ভাঙর (Bhangar)। গতকাল ৩ জনকে খুন করা হয়েছে বলে অভিযোগ। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ২২টি জেলা পরিষদের ৯২৮টি আসন, ৯,৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৬৩,২২৯টি গ্রাম পঞ্চায়েত আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে।