New Update
/anm-bengali/media/media_files/h7u6eWc2pBT4Ys7JRJYT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ একটি ভিডিও পোস্ট করে বিস্ফোরক দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় বালুরঘাটের সাংসদ লেখেন, ‘হীরকরানীরদেশে, হিংসা-ভোটলুঠঅনায়াসে।তোলামূলওপ্রশাসনেরযোগসাজশেছাপ্পাএবংগননাকেপ্রহসনেপরিনতকরেঅধিকাংশআসনদখলকরারপরেওসর্বগ্রাসীতোলামূলেরপেটভড়েনি।দেখুনকিভাবেবিজেপিরজেতাপঞ্চায়েতসমিতিরপ্রার্থীকেজোরপূর্বকহারানোরজন্যতৃণমূলএবংপ্রশাসনেরযেষড়যন্ত্রচলছে।‘
হীরক রানীর দেশে, হিংসা-ভোটলুঠ অনায়াসে।
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 13, 2023
তোলামূল ও প্রশাসনের যোগসাজশে ছাপ্পা এবং গননাকে প্রহসনে পরিনত করে অধিকাংশ আসন দখল করার পরেও সর্বগ্রাসী তোলামূলের পেট ভড়েনি।
দেখুন কিভাবে বিজেপির জেতা পঞ্চায়েত সমিতির প্রার্থীকে জোরপূর্বক হারানোর জন্য তৃণমূল এবং প্রশাসনের যে ষড়যন্ত্র চলছে। pic.twitter.com/17W814yaoT
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us