'মনোনয়নের নামে গণতন্ত্রের উপহাস করেছে তৃণমূল'

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ এখনও হয়নি। এরই মাঝে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের সময় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ৯০ জনেরও বেশি আহত হয়েছেন। তবে এ বিষয়ে এখনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।

author-image
SWETA MITRA
New Update
mamata suk.jpg

নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূলের মনোনয়নের রিপোর্ট প্রকাশ্যে এনে নজিরবিহীন নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আজ শুক্রবার তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় মাত্র ৪ ঘণ্টায় ৪০ হাজারেরও বেশি মানুষ তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অর্থাৎ একজন ব্যক্তির মনোনয়নের গড় সময় ২ মিনিট। এটাই প্রমাণিত যে রাজ্য সরকার কিছু ভুল করেছে এবং গণতন্ত্রের উপহাস করেছে।‘