নির্বাচন কমিশন ও মুখ্যমন্ত্রীর বোঝাপড়া ফাঁস! টুইট সুকান্ত মজুমদারের

পঞ্চায়েত নির্বাচনে অবাধ সন্ত্রাসের অভিযোগ উঠেছে। শনিবার রাজ্যে সংঘটিত হওয়া পঞ্চায়েত নির্বাচনে হিংসার দায়ভার নির্বাচন কমিশনের ঘাড়েই চাপালেন বিএসএফের ডিআইজি এসএস গুলেরিয়া।

author-image
SWETA MITRA
New Update
mamata sukanta dig.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) হিংসা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক টুইট বার্তায় সুকান্ত মজুমদার বিএসএফ-এর ডিআইজির বক্তব্যকে তুলে ধরেন। টুইটে বালুরঘাটের সাংসদ লেখেন, ‘বিএসএফ-এর ডিআইজি রাজ্য নির্বাচন কমিশন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চুপিসারে হওয়া বোঝাপড়ার বিষয়টি ফাঁস করে দিয়েছেন।  নির্বাচন কমিশন সংবেদনশীল বুথগুলির অবস্থান এবং অন্যান্য বিবরণ বিএসএফ-কে সরবরাহ করেনি। এছাড়া কমিশন নির্বাচনে সিএপিএফ-এরও ব্যবহার করেনি। ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে মুখ্যমন্ত্রী ভোটের অপব্যবহার করে নির্বাচনে জিততে চান।‘