প্রধানমন্ত্রীর সপক্ষে সপাটে জবাব বিজেপি সাংসদের!

প্রধানমন্ত্রী মোদিকে অপশব্দে কটাক্ষ বিরোধীদের। এর বিরুদ্ধে সপাটে জবাব দিলেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী।

author-image
Shroddha Bhattacharyya
New Update
ujikop[

নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দ্রুততার সাথে ভারতের উত্থান ঘটছে। অন্যদিকে, ইন্ডিয়া জোটের নেতারা তাদের নিজস্ব সমস্যার সাথে লড়াই করছেন।

RPN, Sudhanshu Trivedi, Mahendra Bhatt in BJP's list for RS candidates -  The Economic Times

অনিবার্য পরাজয় দেখে তাদের ভাষা নতুন দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদির প্রতি হতাশা ও ঈর্ষার কারণে প্রতিদিন নিম্ন ও অগভীর স্তরে চলে যাচ্ছে তারা। আমি স্পষ্ট করে বলতে চাই যে ভাষার মর্যাদা নিজের মনের মধ্যে রয়েছে।

True Emergence Of True Democracy Is There In Offering, Says BJP MP  Sudhanshu Trivedi

অনুভূতি, হতাশা, ঘৃণার এই স্তরে আসা উচিত নয়। কিন্তু আমি এখনই পরিষ্কার করে দিতে চাই, দেশের মানুষ বিরোধীদের প্রতিটা অপব্যবহার গুনছে।"

publive-image

publive-image

publive-image

ADDD