Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/4bfz0h0mAxOhIl7bPtPY.jpg)
সৌমিত্র খাঁ
নিজস্ব সংবাদদাতা : ফের প্রকাশ্যে পুলিশকে হুমকি দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। প্রতিবাদ কর্মসূচি থেকে সোনামুখী থানার আইসি কে নিশানা করে তিনি বলেন, তৃণমূলের কথায় বিজেপি কর্মীদের দূর ছাই করে তাড়িয়ে দেয় পুলিশ। এটা মেনে নেবে না বিজেপি। ফের এরকম হলে প্রাণ যায় যাবে, প্রয়োজনে জেলে যেতে হয় যাবেন, গুলি খেতে হলেও খাবেন বলেও সুর চড়ান সৌমিত্র। এমনকি, সোনামুখী থানার কোনও পুলিশ-কর্মী-আধিকারিককে থানা থেকে বের হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us