New Update
/anm-bengali/media/media_files/CugDNkaXFlhVXuKS4IEL.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গতকাল দিল্লি গিয়েছেন। রাজনৈতিক বৈঠকে যোগ দেবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। তার দিল্লি যাত্রাকে কেন্দ্র করে এবার কটাক্ষ করেছেন বিজেপির সংসদ দিলীপ ঘোষ।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
তিনি আজ সকালে খড়গপুরে 'চায় পে চর্চা'য় সাংবাদিকদের এই প্রসঙ্গে বলেন, '' ... দিল্লিতে গেছেন ঘুরে আসুন। এখন লোক বহু জায়গায় বেড়াতে যাচ্ছেন প্লেনে, ট্রেনে কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না। বেড়াবার একটা সুযোগ। ভালো কথা দিল্লি যান। যদি কিছু হিসেবপত্র নিয়ে যান তাহলে কিছু টাকাওপাবেন। ''
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us