/anm-bengali/media/media_files/p39CjC6puikoLXiaob0g.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, "বাংলায় যে দুর্নীতি চলছে তা তৃণমূলের মডেল। মানুষকে সন্ত্রস্ত করাই তৃণমূলের মডেল। আমদানি করা ভোটের কারণেই এবার জিতেছে তৃণমূল। বাংলার মানুষের পক্ষ থেকে আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছি বাংলাকে বাঁচাতে অবিলম্বে হস্তক্ষেপ করুন। এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে, তাতে কেন্দ্রীয় বাহিনী এখানে থাকা উচিত। কিন্তু যতক্ষণ না তারা কিছু করতে পারে. তাই কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা উচিত।"
#WATCH | Siliguri: On post-poll violence in West Bengal, BJP MP from Darjeeling, Raju Bista says, " The corruption that is going on in Bengal is the model of TMC...terrorising people is TMC model...because of imported votes, TMC won this time. On behalf of people of Bengal, I… pic.twitter.com/qRsgMStVZH
— ANI (@ANI) June 15, 2024