'হাইওয়েতে গাড়ি করে ঘুরছিল কেন্দ্রীয় বাহিনী,' কটাক্ষ দিলীপ ঘোষের

শনিবার পঞ্চায়েত ভোটের সকাল থেকে চারিদিকে ভোটকে ঘিরে মারপিট, হাতাহাতি, খুন, মৃত্যুমিছিল চলছিল। এদিকে রাজ্য পুলিশ নীরব রয়েছে বলে অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ।

author-image
SWETA MITRA
New Update
dilip ghosh central.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের আগে ও পরে মিলিয়ে এখনও অবধি মৃত্যু হয়েছে ৩৬ জনের। এই মৃত্যুর দায় কার? রাজ্য নির্বাচন কমিশন নাকি কেন্দ্রের? কেন্দ্রীয় বাহিনীই বা কোথায় গেল? এরকম একাধিক প্রশ্ন নিয়ে আজ রবিবার আসরে নামলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বোগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সাথে চা চক্র করেন এই বিজেপি সাংসদ। এরপরেই তিনি বলেন, ‘ভোটের দিন কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? প্রশাসন কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করেনি প্রশাসন। হাইওয়েতে গাড়ি করে ঘুরছিল কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল পরিবর্তনের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল। পরিবর্তনের আশায় মানুষ সেই জন্য এই দলকে সাপোর্ট করেছিল। কিন্তু একি পরিবর্তন হল? আগের থেকে বেশি ভয়ের পরিবেশ, বেশি ক্ষয়ক্ষতি হল বাংলায়। তৃণমূল হিংসা না করে একটা ভোটেও জিততে পারবে না। হাজার হাজার সেন্ট্রাল ফোর্স এলো, আমরা কোথাও বুথে তাঁদের দেখতে পেলাম না। কোনও জেলায় নেই বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে, বাসে, গাড়ি করে ঘুরছে। চা খাচ্ছে, থানায় বসে থাকছে। বসিয়ে রাখা হয়েছে।‘