New Update
/anm-bengali/media/media_files/oCGPy8w4nucoleJ1nNE5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন বহু দিন হল। আর এই নিয়েই এবার রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়কে একপ্রকার তুলোধনা করে ছাড়লেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি আজ রবিবার বলেন, ‘মানুষের কী দুর্গতি হয় দেখুন, রাজপথ থেকে নর্দমায় পৌঁছে গিয়েছেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এখন রোজ গো ব্যাক স্লোগান ও কালো ঝান্ডা দেখছেন। তৃণমূলের মন্ত্রী হয়ে তৃণমূলেরই কাছে গো ব্যাক স্লোগান শুনছেন বাবুল সুপ্রিয়।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us