ঘাটালের সহায়তায় বিজেপি বিধায়ক শীতল কপাট

ঘাটালের বিজেপি বিধায়ক, জলবন্দি ছাত্রছাত্রীদের স্কলারশিপের ফর্ম ফিলাপ ও বিধায়কের সই সাক্ষরও করে দিয়ে আসেন বিধায়ক শীতল কপাট।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-03 3.36.29 PM

নিজস্ব প্রতিনিধি: চলতি মরসুমের বর্ষায় চারবার বন্যার কবলে ঘাটাল। এখন জলমগ্ন ঘাটাল পুর ও ব্লকের বিস্তীর্ণ এলাকা।ঘাটাল পৌরসভার ১৭ টি ওয়ার্ডের ১৩ টি ও ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৮ টি জলমগ্ন।ডুবেছে রাস্তাঘাট,কৃষি জমি,টানা বেশ কয়েকদিন ধরে জলবন্দি অবস্থায় রয়েছে ঘাটাল।জলবন্দি ঘাটালের বিভিন্ন এলাকায় নৌকায় চড়ে ত্রাণ বিতরণ করলেন ঘাটাল বিধানসভায় বিজেপি বিধায়ক শীতল কপাট।নৌকায় চড়ে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ঘাটাল ব্লকের দেওয়ানচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্লাবিত এলাকার বন্যাদুর্গতদের হাতে ত্রাণ তুলে দেন শীতল কপাট।

দেওয়ানচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহারাজপুরে বন্যাদুর্গতদের হাতে শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।পাশাপাশি ওই এলাকায় জলবন্দি বেশকিছু ছাত্রছাত্রীর স্কলারশিপ ফর্মে বিধায়কের সই সাক্ষরের প্রয়োজনীয়তা ছিল,বন্যার কারণে বিধায়ক কার্য্যালয়ে ওইসকল ছাত্রছাত্রী পৌঁছাতে না পারায়,তাদের স্কলারশিপের ফর্ম ফিলাপ করে সই সাক্ষর করে দিয়ে আসেন বিজেপি বিধায়ক।বিজেপি বিধায়ক শীতল কপাট জানান,"বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশ ঘাটালের জলবন্দি প্রত্যন্ত এলাকায় পৌঁছে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে সবরকম সহযোগিতা করার।সেইমতো ঘাটালের প্লাবিত এলাকায় শুকনো খাবার ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে,রান্না করা খাবারও পরিবেশন করা হবে বন্যার্তদের।"