/anm-bengali/media/media_files/2025/06/23/whatsapp-image-2025-06-23-2025-06-23-20-07-39.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: খোদ বিধায়কের ঘরে জল নেই। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক। নরেন্দ্র মোদীর কোনও প্রতিশ্রুতি পূরণ হয়নি, কটাক্ষে তৃণমূল। দুর্গাপুর ইস্পাত নগরীতে ইস্পাত কারখানার আবাসনে থাকেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই। তার অভিযোগ, শনিবার বিকেল থেকে জল নেই। প্রায় ১৫০০ টাকা দিয়ে জলের ট্যাঙ্কার কিনে চাহিদা মেটাচ্ছেন তিনি। তাঁর বক্তব্য, এত টাকা দিয়ে জল কেনার ক্ষমতা ক'জনের আছে? পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই থাকেন ডিএসপি টাউনশিপে ডিএসপির কোয়ার্টারে। সেই কোয়ার্টারেই জল আসেনি শনিবার বিকেলে ও রবিবার সকালে। রবিবার বিধায়ক বলেন, "আগে থেকে কোনও মাইকিং করা হয়নি। আচমকা জল বন্ধ হয়ে গিয়েছে। শৌচাগারে যাওয়ার জলটুকু পর্যন্ত নেই। আগে থেকে বললে মানুষ সতর্ক হয়ে যায়। জল সঞ্চয় করে রাখে। ডিএসপির অফিসারদের চরম গাফিলতি। তাঁরা মাইনে নিচ্ছেন কিন্তু কাজ করছেন না। কেন্দ্রীয় সরকারকে বদনাম করার চক্রান্ত করে এমন পরিস্থিতি তৈরি করছেন। আমি চিঠি দেব। ব্যবস্থা নেব। কেন এমন হবে? সাধারণ মানুষ কোথা থেকে জল পাবে?" তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারী বলেন, "বিধায়ক জল পাচ্ছেন না, দায় ঠেলে দিচ্ছেন কেন্দ্রীয় সংস্থার দিকে। মোদীজিকে নতুন করে বদনাম দেওয়ার কিছু নেই। উনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনওটাই পূরণ হয়নি। এটাও তার ফল"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/23/lam-2025-06-23-16-37-50.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us