ব্যাপক হিংসা! ‘রাজীব সিনহাকে ছাড়ব না’, হুঙ্কার বিধায়কের

সকাল থেকে চারিদিকে ভোটকে ঘরে মারপিট, হাতাহাতি, খুন, মৃত্যুমিছিল চলছে। এদিকে রাজ্য পুলিশ নীরব রয়েছে বলে অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। এদিকে রাজীব সিনহাকে হুমকি দিলেন এক বিজেপি বিধায়ক।

author-image
SWETA MITRA
New Update
rajiv.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটকে (Panchayat Vote) ঘিরে রাজ্যজুড়ে শুধুই সন্ত্রাসের চিহ্ন দেখা যাচ্ছে। ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ। সকলের একটাই আশঙ্কা, ভোট দিতে গিয়ে প্রাণটা থাকবে তো? এদিকে রাজ্যের নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। দক্ষিণ কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, " আমাদের দলের কর্মী মহাদেব বিশ্বাস, যিনি পোলিং এজেন্ট ছিলেন, ভোরে তৃণমূলের গুন্ডাদের হাতে খুন হন। আমরা তাদের হাইকোর্টে নিয়ে যাবো, আমরা রাজীব সিনহাকে ছাড়ব না।“